রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোখানা পরিদর্শক আব্দুল মান্নানকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে র্যাবের হাতে গ্রেফতার করানোর চেষ্টাকারী সেই আকবর হোসেন শামীম ঘটনার এক সপ্তাহ পরও গ্রেফতার হয়নি। উল্টো মান্নানকেই হুমকি দিচ্ছে শামীম ও তার লোকজন। এ নিয়ে চরম উৎকন্ঠা ও নিরাপত্তাহীনতায় রয়েছে ওই পরিবারটি।
রিক্সাচালককে দিয়ে অস্ত্র রেখে ৩ মার্চ দিবাগত রাতে মান্নানকে ফাঁসানোর চেষ্টা করে একই এলাকার হাফিজ উল্যা কেরানীর পুত্র আকবর হোসেন শামীম (৪৫)। ওই ঘটনায় র্যাব-১১ এর সিপিসি-৩ (লক্ষ্মীপুর)’র ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলী আজগর বাদি হয়ে রিক্সা চালক ইব্রাহীম খলিল (৩০) ও শামিমকে আসামি করে রায়পুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
র্যাব, পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্নান ও শামীমের জমি নিয়ে বিরোধ চলছিল। শত্রুতা উদ্ধার করতে শামীম রিক্সাচালক ইব্রাহিমকে দিয়ে দেশীয় একটি এলজি মান্নানের দরজাবিহীন পাকঘরে রেখে র্যাবকে খবর দেয়। ইব্রাহীম জানিয়েছে এ অস্ত্রটি শামীম তাকে দিয়ে মান্নানের ওই ঘরের ভিতরে রেখে র্যাবকে খবর দেওয়ার জন্য বলে। পরে র্যাব ইব্রাহীমকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে এবং শামীমকে গ্রেফতার করতে অভিযান চালালে সে পালিয়ে যায়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শামীম এক সময়ে নৌবাহিনীতে চাকুরি করত। চট্টগ্রামে থাকার সময় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় তাকে চাকুরিচ্যুত করে এক বছরের সাজা দেয় কর্তৃপক্ষ। চাকুরি হারিয়ে মালয়েশিয়া গিয়ে সেখানেও অনিয়ম করায় ১০ মাস জেল খেটে দেশে ফেরত আসে সে।
পলাতক থাকায় অভিযোগগুলোর বিষয়ে আকবর হোসেন শামীমের বক্তব্য জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
র্যাবের দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান চৌধূরী বলেন, পলাতক শামীমকে গ্রেফতারের জন্য উদ্যোগ দেয়া হয়েছে। সম্ভাব্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।