শেরপুরে পিকনিকের ভটভটি উল্টে নিহত ২, শিশুসহ আহত ১২

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্র পিকনিক স্পটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই ভটভটি উল্টে ২জন নিহত ও ১২ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার ভাগড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আজাহার আলী (৩৫) ও মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৩০)। এ সময় আহত ১২ যাত্রীর মধ্যে মাসুদ (২০), রাসেল (১৮), শাহাবুদ্দিন (৪০), আবু রায়হান (১৭), আজাদ (১৬), মাহাবুবকে (১০) শেরপুর সদর হাসপাতালে ও বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ভটভটির যাত্রী সেকান্দার আলী জানান, আজ সকাল ১১টায় শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডী গ্রাম থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ভটভটি প্রায় ১৭জন যাত্রী নিয়ে পিকনিক করতে যাওয়ার পথে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের সন্নিকটে পৌঁছে চালক  মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।