গোপালগঞ্জে দুর্ঘটনা কবলিত বাস থেকে পুলিশকে উদ্ধার করল আসামি

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জ সদর উপজেলার কংসুরে দুর্ঘটনা কবলিত বাস থেকে এক পুলিশ সদসকে উদ্ধার করেছে আসামি মঞ্জুর আলী। পালিয়ে যাওয়ার চেস্টা না করে পুলিশ সদস্যক উদ্ধার করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন আসামি মঞ্জুর আলী।

সোমবার দুপুরে দুর্ঘটনাকবলিত বাসটিতে করে আসামি মঞ্জুর আলীকে নিয়ে গোপালগঞ্জ আদালতে যাচ্ছিলেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য। বাসটি দুর্ঘটনায় পড়লে ওই দুই পুলিশ কনস্টেবল আহত হলেও অক্ষত থাকেন আসামি মঞ্জুর আলি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংসুর নামক স্থানে মধুমতি নদীতে পড়ে যায়। এসময় হাতে হাতকড়া পড়া থাকলেও সহযাত্রী দুই পুলিশ সদস্য আহত হওয়ায় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। বরং পুলিশ সদস্য ইকবালকে বাসের ভেতর থেকে উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসেন আসামি মঞ্জুর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু নঈম জানান, এটি একটি উজ্বল দৃষ্টান্ত। পরে আসামি মঞ্জুরকে আদালতে সোপর্দ করা হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম বলেন, মঞ্জুর ২০১২ সালের একটি মারামারির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। রোববার গোপালগঞ্জ নেওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়লেও মঞ্জুরকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।