রংপুরে ফুটপাতে অভিযানের পঞ্চম দিনে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

RANGPUR DOKAN UCCED PHOTO 09.03.2015
অবৈধভাবে বসা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার নগরির পপুলার হাসপাতাল থেকে ধাপ লালকুঠি পর্যন্ত  রাস্তার দুই ধারে অবৈধভাবে বসা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের পঞ্চম দিনে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্তÍ রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দাপাল অভিযান পরিচালনা করেন। এ সময় রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে সার্বক্ষণিক ডাক্তার না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় আরজি হাসপাতালের কর্তৃপক্ষকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে ।