রাজশাহী থেকে কাজী শাহেদ: এ বছরের ৫ জানুয়ারি থেকে অফিস করছেন না রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। গাড়িতে পেট্রলবোমা ও ককটেল হামলার আলাদা দু’টি মামলার পর থেকে তিনি আত্মগোপনে। তারপরেও মেয়রের নামে আপ্যায়ন বিল তোলা হচ্ছে রাসিকের হিসাব বিভাগ থেকে।
রাসিকের হিসাব বিভাগ সূত্র জানায়, জানুয়ারি মাসে ৩৮ হাজার ও ফেব্রুয়ারি মাসে ৩৬ হাজার টাকা আপ্যায়ন বিল তোলা হয়েছে মেয়রের নামে। মেয়র উপস্থিত থেকে সভা করেছেন এমন কথা উল্লেখ করা হয়েছে বিল উত্তোলনের নোটশিটে। বিলটি প্রস্তুত করেছেন রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী (মজুরি ভিত্তিক) আশরাফুল ইসলাম মানিক।
পুলিশের তালিকায় পলাতক মেয়র বুলবুল কীভাবে আপ্যায়ন বিল পাচ্ছেন জানতে চাইলে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বিল প্রদানের কথা স্বীকার করেছেন।