রায়পুরের মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ে অগ্নিসংযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে মীরগঞ্জ বালিকা বিদ্যালয়য়ের অফিস কক্ষে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে প্রধান শিক্ষকের অফিস কক্ষের আসবাবপত্রসহ মুল্যবান কাগজপত্র পুড়ে যায়। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিদ্যালয়টি রায়পুর উপজেলার মধ্যে হলেও এটি রায়পুর, রামগঞ্জ ও সদর এ তিনটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে স্থানীয়ভাবে দু’টি গ্রুপ বিবাদমান অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির মধ্যেও তিক্ততা বিরাজ করছে। তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনাও ইতোপূর্বে ঘটেছে। কেউ পরিকল্পিতভাবে প্রধান শিক্ষককে ফাঁসাতে এ ঘটনা ঘটিয়েছে নাকি বিদ্যালয় সংশ্লিষ্টরা কোনো গোপনীয় কাগজপত্র জ্বালিয়ে দিতে এ ঘটনা তৈরি করেছে তা নিয়ে স্থানীয়ভাবে নানান কানাঘুষা চলছে। এ কারণে অগ্নিসংযোগের প্রকৃত কারণ এখনই কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

এলাকাবাসী জানায়, রায়পুরের মীরগঞ্জ বাজারের মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে স্থানীরা  আগুন জ্বলতে দেখে এগিয়ে আসে। প্রধান শিক্ষকের অফিসের পেছনের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে আগুন দিয়ে চলে যায়। মুহুর্তেই আগুনে অফিসের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়। এলাকাবাসী এ সময় এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুত্তাওহিদ সাংবাদিকদের জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। পরে এলকাবাসীদের নিয়ে আগুন নিভিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা প্রধান শিক্ষক জানিয়েছেন। এটি নাশকতা না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।