ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: প্রথম শ্রেণীভুক্ত ঈশ্বরদী পৌর শহরের রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় কলাগাছ ও ধান রোপন, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ঈশ্বরদীর অন্যতম গুরুত্বপূর্ণ ইপিজেডে যাতায়াতকারী রাস্তা খানাখন্দে ভরপুর এবং চলাচলের অনপোযোগী হয়ে পড়ায় সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূিচ চলাকালে ১ ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই সড়কে দীর্ঘ প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ এলাকাবাসীরা টিপুসুলতান রোডে মাঝে কলাগাছ ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুকুল কুমার মৈত্র ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে ১০ দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঘোষণা দিলে এলাকাবাসী অবরোধ তুলে নিয়ে কর্মসূচি আপাতত: স্থগিত করে।
রাস্তা সংস্কার আন্দোলনের আহব্বায়ক সাবেক পৌর কমিশনার ফখরুল ইসলাম মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সূর্য সংঘের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিপিবি নেতা কমরেড রফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম সরদার, তৌহিদ আক্তার পান্না, সাঁড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, সাবেক ছাত্রনেতা খন্দকার তৌফিক আলম সোহেল, কৃষক নেতা আনোয়ার হোসেন রিপন প্রমুখ।