কমলনগরে গুলিবিদ্ধ আরিফ পঙ্গু হাসপাতালে মারা গেছে

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো. ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে গুলিবিদ্ধ আরিফ হোসেন (২৪) ঢাকার পঙ্গু হাসাপাতালে মারা গেছে। সে চর জাঙ্গালীয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

১০দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকাল ৯ টায় পঙ্গু হাসপাতালে সে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই খোকন।

আরিফ হোসেনের ভাই খোকন অভিযোগ করেন, রোববার (১ মার্চ) দুপুর ১টায় কমলনগর থানা পুলিশ তাকে আটক করে। রাতে থানায় গেলে তারা বলে যে, তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সোমবার সকালে খবর পাই যে সে গুলিবিদ্ধ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আরও বলেন, আমার ভাই কোনো রাজনীতির সাথে জড়িত না, সে ফার্নিচারের কাজ করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, রবিবার (১ মার্চ) রাতে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে আরিফ গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার রাতে উপজেলার বেরাগো মোড় এলাকায় বন্ধুকযুদ্ধে জামায়াত কর্মী মাইন উদ্দিন (৩২) ও যুবদল কর্মী আরিফ হোসেন (২৪) গুলিবিদ্ধ হয়।