শেরপুর থেকে হাকিম বাবুল: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠায় শেরপুরে মঙ্গলবার আনন্দ মিছিল হয়েছে। শেরপুর পৌরসভা ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পৃথক দু’টি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সর্বস্তরের ক্রীড়ামোদী জনতা অংশগ্রহণ করেন। এসময় জাতীয় পতাকা এবং নানা রং-বেরংয়ের ব্যানার নিয়ে, ব্যন্ডপার্টি বাজিয়ে আনন্দ উল্লাস করা হয়। বিকেলে স্থানীয় স্টেডিয়াম চত্বর থেকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহ-সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, চেম্বারের সাবেক সহ-সভাপতি প্রকাশ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে, দুপুরে শহরের বটতলা এলাকায় পৌরসভা কার্যালয় থেকে প্যানেল মেয়র মো. নজরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার আনন্দ মিছিলটি বের হয়।
রাজশাহীতে আনন্দ মিছিল
রাজশাহী থেকে কাজী শাহেদ: বিশ্বকাপে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় রাজশাহীতে সর্বস্তরের মানুষ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিলে করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীতে আনন্দ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। বিকালে আলুপট্টি থেকে মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ।
এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চত্বরে বিজয় মিছিল বের করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারোয়ার জাহান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীরা মিছিলে অংশ নিয়ে উল্লাস প্রকাশ করেন।
বিভাগীয় নগরী রংপুরে জেলা এবং মহানগর বিএনপির আনন্দ মিছিল
রংপুর থেকে জয়নাল আবেদীন: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে বাংলাদেশ দল পরাজিত করায় রংপুরে জাতীয়তাবাদী দল বিএনপি জেলা এবং মহানগর নেতা কর্মীরা পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার সন্ধ্যার আগে নগরীর ষ্টেশন রোড দলীয় কার্যালয় থেকে নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর পর সমাবেশে বক্তারা বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি অভিনন্দন জানান এবং আগামী খেলাগুলোতে ধারাবাহিকতা রক্ষা করার অনুরোধ জানান।
রংপুরে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার আনন্দ মিছিল
রংপুর জেলা এবং বিভাগীয় ক্রিড়া সংস্থার আয়োজনে জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, নগরীর বিভিন্ন ক্রিকেট ক্লাব এবং কর্মকর্তারা।
বুধবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন চত্তর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর ক্রিকেট মাঠে সমাবেশে বক্তারা খেলোয়াড়দের প্রতি খেলার ধারাবাহিকতা রক্ষা করার অনুরোধ জানান। বক্তব্য রাখেন রংপুর জেলা এবং বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ক্রিকেট বোর্ডের পরিচালক আনারুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন লাভলুসহ অন্যান্য নেতৃবৃন্দ
বাংলাদেশের বিজয়ে দিনাজপুরে আনন্দ মিছিল
দিনাজপুর থেকে রতন সিং: ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে মঙ্গলবার দিনাজপুরে আনন্দ মিছিল ও উল্লাস করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যে মঙ্গলবার দিনাজপুরে পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ক্রীড়া সংস্থা এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা। আনন্দ মিছিলে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। রং মাখানো হয় আনন্দকারীদের। আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন বজলুল হক, মো. আলাউদ্দীন, ফারুকুজ্জামান মাইকেল ও আতাউর রহমান আজাদ বাবলু। বিএনপির মিছিলের নেতৃত্বে ছিলেন মুকুর চৌধুরী ও ভিপি হামিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব আনন্দ মিছিলে নেতৃত্ব দেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার কর্মকর্তা ও ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে আনন্দ মিছিল করেন।
এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার বিভিন্ন সংগঠনের উদ্যোগে পাড়ায়-মহল্লায় আনন্দ উল্লাস করেছে নানা বয়সের মানুষ।
ঝিনাইদহে বিএনপির বিজয় মিছিল
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে উন্নিত হওয়ায় ঝিনাইদহ জেলা বিএনপি বিজয় মিছিল করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কে শেষ হয়। মিছিল শেষে চাকলাপাড়া বাসস্ট্যান্ডে এক সমাবেশ জেলা বিএনপির সহ-সভাপতি এড: এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম পিন্ট, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবদল নেতা মিজানুর রহমান সুজন, মীর ফজলে ইলাহী শিমুল,থানা বিএনপির দপ্তর সম্পাদক মুকুল, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন, সদর উপজেলা ছাত্রদল সভাপতি মোজ্জামেল হক প্রমুখ। প্রধান অতিথি মজিদ বলেন বিএনপি তথা ২০দলীয় জোটের নেত্রী যে আসলেই গণমানুষের নেত্রী সেটা আবারও প্রমাণ করলো বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান হরতাল কর্মসূচি শিথীল করে।
ঝিনাইদহে শিক্ষার্থীদের বিজয় মিছিল
ঝিনাইদহে বিজয় মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ওঠায়। মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে একটি বিজয় মিছিল বের করে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঠাক-ঢোল পিটিয়ে মিছিলে বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়া ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, সরকারি বালক বিদ্যালয় ও কাঞ্চননগর মডেল হাইস্কুলের শিক্ষার্থীরাও শহরে বিজয় মিছিল করেছে।
ভোলায় শতদল বিকাশ ক্লাবের বিজয় মিছিল
ভোলা থেকে আবু সাবিত: বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করায় মঙ্গলবার শহরের ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবের শিশু কিশোররা শহরে আনন্দ মিছিল করেছে। বিশাল আকারের একটি জাতীয় পতাকা নিয়ে শিশু কিশোররা সদর রোড, কালী নাথ রায়ের বাজার, নতুন বাজার, বাংলাস্কুল মোড় ঘুরে ক্লাব চত্বরে এসে শেষ হয়।