গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

গফরগাঁও (ময়মনসিংহ)  থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে সোমবার গভীর রাতে আগুন লেগে একটি মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে গফরগাঁও ও ভালুকা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

OLYMPUS DIGITAL CAMERA
পৌরশহরের নতুন বাজারে পুড়ে যাওয়া কয়েকটি দোকান

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকের পৌরশহরের নতুন বাজারে জালাল উদ্দিন মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ওই মার্কেটের আনিস স্টোর, রাজ্জাক ক্রোকারিজ, মাসুম ক্রোকারিজ, ভাই ভাই স্টোর, কালাম স্টোর ও জাহাঙ্গীর স্টোরের নগদ টাকাসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এতে রাজ্জাক স্টোরের নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লাখ, মাসুম স্টোরের ৬ লাখ, ভাই ভাই স্টোরের ১৬ লাখ, আনিস স্টোরের ৬০ লাখ টাকার মালামাল ও নগদ ১০ লাখ টাকা, কালাম স্টোরের নগদ ২২ লাখ টাকা ও ২ লাখ টাকার মালামাল ও জাহাঙ্গীর স্টোরের প্রায় ৫০ লাখ টাকার মালামালসহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

আনিস স্টোরের মালিক আনিস মিয়া জানায়, সোমবার সাপ্তাহিক হাটবার থাকায় রাত ১১টা পর্যন্ত মালামাল বিক্রি করে দোকানে নগদ ১০ লাখ টাকা রেখে বাড়ি যাই। গভীর রাতে আগুনের খবর পেয়ে এসে দেখি আমার দোকানসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।