গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: গফরগাঁও পৌর শহরের শিবগঞ্জ রোডের এক নম্বর গলিতে মঙ্গরবার রাত ১১ টার দিকে উপজেলা সিপিবির সভাপতি ও সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা।
আজিম উদ্দিন মাষ্টার জানান, রাত ১১টার দিকে বাড়ির ছাদে রাখা টিন, কাঠ, বাঁশ এবং সিড়ি রুমের দরজায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সাইফুস সালেহীন এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।