দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলার পলাতক আসামি জামায়াত-বিএনপির ৫ জনসহ ২৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রাষ্ট্রদ্রোহী ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক ৫ বিএনপি-জামায়াতের ক্যাডারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এর মধ্যে জামায়াতের ৪ জন ও বিএনপির ১ জন ক্যাডার রয়েছেন। বীরগঞ্জ উপজেলা থেকে ২ জন এবং চিরিরবন্দর, কাহারোল ও হাকিমপুর উপজেলা থেকে ১ জন করে ৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য অপরাধে ২২ জনসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।