দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে দুর্বৃত্তরা পৃথক ৩টি ঘটনায় ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ২টি মোটরসাইকেল ও ৪টি ইজিবাইক ভাংচুর করেছে ।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনামুখী নামকস্থানে ১টি মালবোঝাই ট্রাক ও ১টি ওষুধের কাভার্ড ভ্যানে ইটপাটকেল নিক্ষেপে দুর্বৃত্তরা ভাংচুর করে। এতে ট্রাক চালক দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আবুল খায়ের (৩৫) ও কাভার্ড ভ্যান চালক বগুড়ার চেলপাড়া এলাকার অনিবেষ সাহা (৪০) আহত হয়। আহত ২ জনকে দলারদরগা কেএইচ মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
অপরদিকে বুধবার দুপুর ১২টায় একই সড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড়ে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ২টি মোটরসাইকেল এবং আমতলীতে ৪টি ইজিবাইক ভাংচুর করে পালিয়ে যায়। এসব ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা যায়।