বরিশালে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’  বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বরিশাল আদালতে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১ টায়  বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ নির্দেশ দেন। মামলার বাদী বরিশাল মহানগর যুব লীগের সদস্য এ্যাড. কাইয়ুম খান কায়সার।

মামলার আরজির বরাত দিয়ে বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর গিয়াস উদ্দিন বাবুল জানান, ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলেন। এ ঘটনায় মামলাটি করা হয়।