মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় সম্পাদক, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বোমা মেরে নারী-শিশুসহ মানুষ হত্যার দায়ে জঙ্গীনেত্রী খালেদা জিয়ার বিচার এ বাংলার মাটিতে হবেই হবে। এ বিচার কেউ ঠেকাতে পারবে না।
তিনি বুধবার ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গীবাদ কোনো আন্দোলন কিংবা রাজনীতির ভাষা হতে পারে না। তিনি আরও বলেন, জঙ্গীনেত্রীর ছেলে তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশ চলে গেছে। এখন আবার তার রাজনীতি করার খায়েশ হয়েছে। দুর্নীতিবাজ তারেক রহমানকে আর বাংলার মাটিতে আসতে দেওয়া হবে না। যারা ১৫ লক্ষ শিক্ষার্থীর পরীক্ষার কথা ভাবেনা। যারা দেশের জনগণের সাথে তামাশা করে তাদের বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই।
তিনি বিএনপি জামায়াতের উদ্দেশে বলেন, যারা সন্ত্রাসী-জঙ্গীবাদ লালন করে তাদের সাথে আবার কীসের আলোচনা। তিনি বলেন, লাফালাফি করে কোনো লাভ নেই। বাংলাদেশে নির্বাচন যথাসময়েই হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলম মোস্তফা খান বাবুল, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ধোপাখালী ইউপি সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খান প্রমুখ।