রংপুরে অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা

রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮ মার্চের মধ্যে সৌদি আরবে নারী কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্ত্বভোগী প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকে আইনের মাধ্যমে প্রশাসনের কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে অভিবাসন বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার।

ZAINAL RANGPUR PHOTO --11.03.2015
রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে অভিবাসন বিষয়ে মতবিনিময় সভা

তিনি বলেন, দেশের একটি মাত্র জেলা কুমিল্লায় যেখানে পাঁচ লক্ষাধিক মানুষ বিদেশে কর্মরত সেখানে রংপুর বিভাগের ৮জেলায় জেলায় মাত্র ১৭হাজার মানুষ বিদেশে কাজ করছেন। ফলে দেশের অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চল আজও অর্থনৈতিকভাবে এগুতে পারেনি ।

জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় রংপুর অঞ্চলের অভিবাসন নিয়ে বিভিন্ন সমস্যার চিত্রতুলে ধরে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রুহুল আমিন খান, সাংবাদিক জয়নাল আবেদীন, ওয়াদুদ আলী, মেরিনা লাভলী, ব্যাংর্কাস এসোসিশেসনের সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংকার ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।