রংপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ১ জন, গুরুতর আহত ২

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নগরীর ভুরারঘাট সিলিমপুর এলাকায় যুবক আলী আকবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার দুই বন্ধুকেও কুপিয়ে আহত করেছে তারা। তাদের দুজনকেই গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যুবক সোহেলের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। মঙ্গলবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে নগরীর সিলিমপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে আলী আকবর তার দুই বন্ধু এনামুল ও সোহেলকে নিয়ে একটি মটর সাইকেলে করে ভুরারঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে নকিরভিটায় পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা আলী আকবরকে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু সোহেল ও এনামুলকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

কোতয়ালী থানার ওসি কাদের জিলানী জানান, পুর্ব শত্রুতার কারনেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা ।