রাজশাহীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, ভর্তি আরও ২

রাজশাহী  থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীতে অজ্ঞাত এক যুবকের (২২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর ভদ্রা জামালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া গুলিবিদ্ধ আরও দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মঙ্গলবার গভীর রাতে নগরীর ভদ্রা জামালপুর এলাকায় কে বা কারা ওই যুবককে বুকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই যুবককে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

গুলিবিদ্ধ দুইজন হলেন, নগরীর শ্যামপুর এলাকার শিবিরকর্মী সবুজ আলী ও ষষ্ঠীতলা এলাকার আফিস ইসলাম শোভন। শোভন নগরীর রামচন্দ্রপুর বিএম কারিগরি কলেজ ও সবুজ বিনোদপুর ইসলামিয়া কলেজের ছাত্র। শোভন কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে তার পরিবারের পক্ষে থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে গুলিবিদ্ধ সবুজের পরিবার দাবি করেছিল, সোমবার রাতে শ্যামপুর এলাকার বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আজ ভোরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।