শরণখোলায় এসআই গাজীর বিরুদ্ধে সংবাদ ছাপায় সাংবাদিক প্রহার, প্রতিবাদ সভা

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের শরণখোলা থানার এসআই গাজী ইকবালের দুর্নীতি ও অপকর্মের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর তিনি সাংবাদিকদের দমন করতে মাঠে নেমেছেন। ৭ ফেব্রুয়ারি রাতে ওই কর্মকর্তা তার ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে দৈনিক তথ্য’র শরণখোলা ব্যুরো প্রধান ও আমাদের সময় প্রতিনিধি মিজানুর রাকিবের ওপর হামলা চালান বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ১৫-১৬ জন ক্যাডার তার নির্দেশে ওইদিন রাত ৮টার দিকে উপজেলার রায়েন্দা বাজারের শের-এ বাংলা সড়কের একটি দোকানের মধ্যে ডেকে নিয়ে রাকিবকে বেদম প্রহার করে।

এ ঘটনায় শরণখোলার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা বুধবার সকালে প্রেসক্লাবে এক জরুরি প্রতিবাদ সভা ডেকে দুর্নীতিবাজ এসআই গাজী ইকবালের অপসারণ ও বিচার দাবি করেছেন। ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আ. মালেক রেজা, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, নজরুল ইসলাম, টিএম মিজানুর রহমান, আমিনুল ইসলাম সাগর, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন।

বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে এক সপ্তাহর মধ্যে ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়েছে ওই সভা থেকে।