দিনাজপুর থেকে রতন সিং: ঘোড়াঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ১৬ লক্ষ ৩৫ হাজার ৮৯৫ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক অনুসন্ধান শুরু করেছেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আব্দুর করিম জানান, ঘোড়াঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম এর বিরুদ্ধে কলেজের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ঘোড়াঘাট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ১৬ লক্ষ ৩৫ হাজার ৮৯৫ টাকা আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে কলেজের শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান বাদী হয়ে অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামকে আসামি করে গত বছর ২ এপ্রিল (২০১৪) জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। বিচারক মামলাটি দুর্নীতিদমন কমিশন জেলা কার্যালয়কে আইনানুগ তদন্ত কার্যক্রম সম্পন্ন ও ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। দুর্নীতি দমন সদর দপ্তর থেকে আদেশ পেয়ে উপ-পরিচালক মো. আব্দুল করিম অনুুসন্ধান কার্যক্রম শুরু করেছেন।
ঊুধবার তিনি এই ঘটনার বিষয়ে অভিযোগকারী শিক্ষক প্রতিনিধি ও ঘটনার বিষয়ে অবগত সংশ্লিষ্টদের জবানবন্দী এবং প্রয়োজনীয় তথ্য সম্বলিত কাগজপত্র গ্রহণ করেছেন। ঘটনায় সংশ্লিষ্টদের সকলকেই পর্যায়ক্রমে তলব করে সাক্ষ্য গ্রহণ ও তথ্য নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন, কলেজের পুকুর লীজের অর্থ ও গাছ বিক্রির নগদ অর্থ কলেজের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এসব অনিয়মের কারণেই দুদক অনুসন্ধান শুরু করেছে।