নেত্রকোনায় ডিসির বিরুদ্ধে ভর্তি দুর্নীতির অভিযোগে আ’লীগের বিক্ষোভ মিছিল

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে দুর্নীতি করে শিক্ষার্থী ভর্তির অভিযোগে নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে শহরে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে।

শহরের ছোটবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকারীরা ডিসিকে ঘুষখোর উল্লেখ করে তার বিরুদ্ধে অশালীন শ্লোগান দেয়।

Netrakona pic
দুর্নীতি করে শিক্ষার্থী ভর্তির অভিযোগে নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তির বিরুদ্ধে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

পরে দলীয় কার্যালয়ে ভর্তির ব্যাপারে ডিসির দুর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট জিএমখান পাঠান বিমল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রলীগের সভাপতি হাসান মোর্শেদ খান অমিসহ অন্যরা। বক্তারা বলেন, পদাধিকারবলে নেত্রকোনা আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় ও  নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। তিনি এবছর বিদ্যালয় দু’টিতে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে দুর্নীতির আশ্রয় নেন।

ভর্তির সময় লিখিত পরীক্ষা নেওয়া হলেও যারা বেশি নম্বর পেয়েছে তাদের বাদ দিয়ে ডিসি তার নিজস্ব পছন্দমত ও একজন রাজনৈতিক নেতার দেওয়া শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ভর্তি করা হয়। কয়েকজন অভিভাবক লিখিত পরীক্ষার খাতা দেখতে চাইলে বিদ্যালয় থেকে বলা হয় খাতা দেখানো যাবেনা। জেলা প্রশাসকের কাছে জমা আছে। পওে জেলা প্রশাসকের কাছে খাতা দেখতে গিয়ে ব্যর্থ হয়ে এক অভিভাবক খাতা দেখানোর জন্য আদালতের আশ্রয় নেন।
এ ব্যাপারে জানার জন্য জেলা প্রশাসকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান।