বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী-বহিরাগত ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন:  বরিশাল বিএম কলেজে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন ভবনের দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালিয়েছে।  বুধবার বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসের তিনটি আবাসিক হলের ছাত্ররা একযোগে প্রায় আধা ঘন্টাব্যাপী এ তান্ডব চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইটি ধারালো অস্ত্রসহ তম্ময়, ইমরান ও শুভ দত্তকে গ্রেফতার করে।

ক্যাম্পাসের একাধিক সূত্রে জানা গেছে, কলেজ এলাকার বহিরাগত হিরা ক্যাম্পাসের মুসলিম হলের সামনের পুকুর পাড়ে প্রেমিকার সঙ্গে আড্ডা দেওয়ার সময় মুসলিম হলের কয়েকজন ছাত্র আপত্তিকর মন্তব্য করে। এসময় প্রেমিক যুগলের সাথে কলেজের ছাত্রদের বাকবিতন্ডা হয়। পরে হিরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে সাকিব, মলিক ও রাতুলসহ কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্রসহ মুসলীম হলে ঢুকে ওই ছাত্রদের খোঁজ করতে থাকে। এ সময় আবাসিক হল ছাত্ররা প্রতিরোধ গড়ে তুললে বহিরাগতরা পালিয়ে যায়। এর পরই তিন ছাত্রাবাসের কয়েকশত ছাত্র ক্যাম্পাসের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন বিভাগের ভবনের দরজা-জানালা ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সেখান থেকে লাঠিসোটা ও দুইটি ধারালো অস্ত্র এবং তিনজন বহিরাগতকে আটক করে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এম ফজলুল হক জানান, কলেজের ছাত্রদের পরিচয়পত্র দেখে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি বহিরাগত রোধে শিক্ষকদের নিয়ে আলোচনা করে নতুন পরিকল্পনাও নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, কলেজ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন। বহিরাগতদের রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাসে ছাত্ররা বিক্ষোভ বন্ধ করেছে।