রায়পুরে হামলায় নারী-শিশুসহ আহত ১০

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ অন্তত: ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ গাইয়ারচর গাঁজাগো ব্রীজ সংলগ্ন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মানিক (১৬), রুবি (৯), তাজুল ইসলাম (৪০), রাশেদা বেগম (৩০), শাহীন আক্তার (৩২), মনির হোসেন (৪০), তাহেরুন নেছা (৬০), হাফেজ আহম্মদ (২৫), মো. সুজন (১৫), সাগর (১৪)। এদের মধ্যে প্রথম ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ক্ষতিগ্রস্তরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গৃহবধূ শাহীন আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মমিন, দুলাল, জাফর ও সবুজের নেতৃত্বে অর্ধ শতাধিক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মনির হোসেন মিন্টুর বসত ঘরে দু’দফা হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে হামলা ও ভাঙচুরের কথা অস্বীকার করে মমিন ও তার লোকজন এটিকে পরিকল্পিত হয়রানির জন্য সাজানো ঘটনা বলে দাবি করেছেন।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, ক্ষতিগ্রস্তদের অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।