কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো. ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে চারটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রোট (এডিএম) সাজ্জাদুল হাছান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সুপার হাফেজ মো. নুরনবী, আবদুল লতিফ, প্রভাষক মো. ইয়াছিন, মাকসুদুর রহমান, আকতার হোসেন, লোকমান হোসেন, হারুন অর রশিদসহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, তোরাবগঞ্জ দাখিল মাদ্রাসা, ফরাশগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসা, সফিকগঞ্জ দাখিল মাদ্রাসা।