হত্যার পর কান ছিঁড়ে দুল নিয়ে গেলো খুনিরা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে এক বৃদ্ধা নুরবানু বেগমকে (৬৫) দিনে-দুপুরে হত্যার পর কান ছিঁড়ে দুল নিয়ে গেছে হত্যাকারীরা। বুধবার নগরীর রাজপাড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে। নুরবানু রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার মৃত রব্বান শেখের স্ত্রী।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে নুরবানু বেগম নিজ বাড়ির পাশের একটি আমবাগানে পাতা কুড়াচ্ছিলেন। দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বাগানে গিয়ে ওই নারীর লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ওসি আরও জানান, ওই নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুই কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেছে হত্যাকারীরা। হাতের রুপার চুরি ও গলার রুপার মাদুলিও নিয়ে গেছে তারা।

পুলিশের ধারণা এটি কোনো মাদকসেবীর কাজ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।