রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলে মিজানুর রহমান নামে এক কারারক্ষী আহত হয়েছেন। তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। রাজশাহী ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজ প্রিজন্স বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও কারাগারের প্রধান ফটকে কারারক্ষীরা দায়িত্ব পালন করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে কারারক্ষী মিজানুর রহমান আহত হন। পরে অন্য কারারক্ষীরা তাকে উদ্ধার করে কারা হাসপাতালে ভর্তি করেন। ককটেলের স্প্রিন্টার মিজানুরের শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয়েছে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, কারাগারে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।