রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছে। একটি শালিসী বৈঠকের বিষয়ে কথা কাটাকাটির জের ধরে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা বিএসসিসহ উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া গেছে।
আবারও সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে।
আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা বিএসসি, মনু মিয়া, জব্বার, রাসেল শিকদার, জাফর, আবদুস সাত্তার, জিয়াউর রহমান, সাদেক, নাদিম হোসেন, শুকুর মিয়ার নাম জানা গেছে।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শালিসী বৈঠকের বিষয়ে চেয়ারম্যান শহীদ উল্যা বিএসসির সাথে তর্ক হয় যুবলীগকর্মী মো. মনুর। ওই সময় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনায় চেয়ারম্যান মুখে ও গলায় জখম হন। ওই সময় চেয়ারম্যান পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হয় মনু। একই সময়ে তারা দু’টি বসত ঘরও ভাঙচুর করে। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।