শেরপুরের নালিতাবাড়ীতে বস্তাবন্দী নারীর লাশ উদ্ধার

শেরপুর থেকে রেজাউল করিম বকুল: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের  পূর্বপাড়া গ্রামের ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় এলাকার লোকজন উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রাস্তায় হঠাৎ দুর্গন্ধ পেয়ে ধানক্ষেতে বস্তাবন্দী অবস্থায় লাশের অস্তিত্ব পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে সবুজ পায়জামা ও খয়েরি রংয়ের কামিজ পরিহিত ২৫/৩০ বছর বয়সের অজ্ঞাত এ নারীর লাশ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী  জানান,  লাশের পা দু’টো কাটা এবং মাথা মোচড়ানো ছিল। তার কোনও পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েকদিন আগে হত্যা করে  এখানে ফেলে  গেছে।  লাশের ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।