কিশোরগঞ্জে কমান্ডার রউফের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির বিশেষ গ্যারিলা বাহিনীর অন্যতম অধিনায়ক কমান্ডার আব্দুর রউফ স্মরণে কিশোরগঞ্জে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভা কমিটির আহবায়ক জেলা ন্যাপ সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক খানের সভাপতিত্বে শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত শোকসভার আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আকঞ্জি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বাশিরউদ্দিন ফারুকী, সুপ্রীম কোর্টের আইনজীবী ফিরোজুর রহমান, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি গিয়াসউদ্দিন খান মিলকি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, অষ্টগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী আফতাব, হাবিবুর রহমান মুক্তু, শোকসভা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট অশোক সরকার, আব্দুল হাকিম, মো. শরফুদ্দিন, শফিউর রহমান বাচ্চু, শিক্ষক জিল্লুর রহমান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ।

Kishoreganj (Commander Rouf's Condolence Meeting)-14-03-15=
বক্তাগণ বলেন, কমান্ডার আব্দুর রউফকে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুর সঙ্গে সাজানো আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করেছিল। তাকে অনেক অমানবিক নির্যাতন করেও তার মুখ থেকে পাকিস্তানি জেনারেলরা ষড়যন্ত্রের পক্ষে কোনও কথা বের করতে পারেনি। তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়ার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করায় কমান্ডার রউফকে চাকরি থেকে অপসারিত করা হয়েছিল। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাকে পরিপূর্ণ অবসর ভাতা প্রদান করে। কমান্ডার রউফকে সৎ ও দৃঢ়চেতা মানুষ আখ্যায়িত করে বক্তাগণ বলেন, তিনি যা বিশ্বাস করতেন, তা অকপটে বলতেন। এ ব্যাপারে তিনি কাউকে তোয়াক্কা করতেন না।