গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ইটালিয়ন পিস্তল,ম্যাগজিন ও গুলি উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে হাবিবুর রহমান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ইটালিয়ান ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রোকনপুর সীমান্তের একটি মাঠ থেকে ঘাসের বস্তার ভিতর পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

৪৩ বিজিবি নওগাঁর অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোকনপুর  ক্যাম্পের নায়েব সুবেদার মোতালে¬বের নেতৃত্বে বিজিবি সদস্যরা রোকনপুর সীমান্তের ২১৯/৭৯ সাব পিলারের পূণর্ভবা নদীর তিলরঘাটের কাছে অভিযান চালায়। ওই সময় চোরকারবারীরা ঘাসের বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি বস্তার ভিতর থেকে ইটালিয়ান ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।