রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার রংপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।
নগরীর বেতপট্রীর দলীয় কার্যালয় থেকে দুপুরে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান শফি, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, সম্পাদক রাকিবুল হাসান রকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।