ধনবাড়ীতে নাট্য পদাতিক এর ২৫ বছর পূর্তি উৎসব

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ী নাট্য পদাতিক এর ২৫ বছর পূর্তি উৎসব শনিবার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়। “নাটক হোক সমাজ গড়ার হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই পূর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

অনুষ্ঠান উদ্ধোধন করেন ধনবাড়ী পৌর মেয়র খন্দ. মঞ্জুরুল ইসলাম তপন। নাট্য পদাতিক এর সভাপতি আহসান হাববি সুজাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম বাবুল, প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক মেহুফুজ প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে আহসান হাবীব সুজাত এর রচনা ও নির্দেশনায় নাটক “হাকিম আলী ফুড়্ড়–ৎ” মঞ্চস্থ হয় এরং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।