নিরাপদে ক্লাস ও পরীক্ষার দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

ভোলা থেকে আবু সাবিত: শঙ্কামুক্ত জীবন, নিরাপদে ক্লাস করা, পরীক্ষা দেওয়া ও শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে ভোলা নাজিউর রহমান ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন করেছে।

Bhola Pic 14.03.15
নিরাপদে ক্লাস করা, পরীক্ষা দেওয়া ও শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন

শনিবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসের সামনে ভোলা-লক্ষ্মীপুর সড়কে ওই মানববন্ধন করা হয়। একই সময়ে ভোলা সরকারি কলেজ, ভোলা সরকারি মহিলা কলেজসহ জেলার ¯œাতক পর্যায়ের সবগুলো কলেজে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাগেরহাটের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাট থেকে বাবুল সরদার: শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই এই শ্লোগানে বাগেরহাটের বিভিন্ন শিক্ষাা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার বেলা ১১ টা থেকে পৌনে বারোটা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Bagerhat Photo 1 (14.03.2015)
বাগেরহাটে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কেন্দ্রীয়ভাবে ঘোষিত জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে থাকা বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারী পিসি কলেজ ও খানজাহান আলী ডিগ্রি কলেজ স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে একই সময়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্দের দাবিতে সহ¯্রাধিক শিক্ষার্থী  নানা স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

একই দাবিতে শরণখোলা ডিগ্রি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে।

এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে অধ্যক্ষ নুরুল আলম ফকির, শিক্ষক নেতা সাবির আহম্মেদ মুক্তা ও আকন আলমগীর বক্তৃতায় বলেন, দেশে চলমান সহিংসতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০ লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নিরাপদে ক্লাশ করতে ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ধ্বংসাত্মক রাজনীতির কারনে সারাদেশের শিক্ষার্থীরা আতংকিত। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় লাগে। জাতীয় বিশ^বিদ্যালয়ে বর্তমানে সকল পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। তাই সহিংস রাজনীতি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা।

‘শংকামুক্ত জীবন চাই’ দাবিতে শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুর থেকে হাকিম বাবুল: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ‘শংকামুক্ত জীবন চাই’ দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে শেরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার কলেজ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Sherpur pic- edu
শেরপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পাঠগ্রহণ, বিভিন্ন পরীক্ষায় নিরাপদে অংশগ্রহণ করার দাবিসহ রাস্তা-ঘাটে সহিংসতা বন্ধে দেশের দেশের রাজনৈতিক দলের প্রধানদের কাছে দাবি জানান।

কাউখালী কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে কাউখালী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

kowkhali-collej-1-1
পিরোজপুরের কাউখালী কলেজে মানববন্ধন

‘শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’- এসব স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে কলেজের সামনে সকাল ১১টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী কলেজের  অধ্যক্ষ সাইয়েদুর রহমান, অধ্যাপক হুমাউন কবির, অধ্যাপক আ. আউয়াল গাজী, প্রভাষক সরোয়ার হোসেন, প্রভাষক আ. জিয়াদ, মনিরুজ্জামান, প্রভাষক সরোয়ার জাহান টিটু প্রমুখ।

কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী থেকে মিলন কর্মকার রাজু: “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস ও পরীক্ষা দিতে চাই” এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রী (অনার্স) কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়।
শিক্ষাঙ্গণে নির্বিঘেœ শিক্ষাজীবন বজায় রাখার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ দেলওয়ার হোসেন, অধ্যাপক আ. সালাম হাওলাদার ও অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।