ভোলা থেকে আবু সাবিত: চাঁপাইনবাবগঞ্জে পেট্রোলবোমায় নিহত ভোলা বোরহানউদ্দিন উপজেলার এমরান হোসেন শিপনের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পশ্চিম পক্ষিয়ায় শুক্রবার নিহত শিপনের গ্রামের বাড়িতে জেলা প্রসশাসক সেলিম রেজা শিপনের স্ত্রী শাহনাজের হাতে ৫৫ হাজার টাকা তুলে দেন।
উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক শাহনাজকে তার যোগ্যতা অনুযায়ী বেসরকারি দপ্তরে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এজন্য উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের সহায়তা কামনা করেন।
৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জে শিপন ট্রাক চালিয়ে যাবার সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা যান। তার একটি ৬ মাস বয়সী ছেলে ও ৫ বছর বয়সী মেয়ে আছে।