বরিশাল আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বৃহস্পতিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই আদালতের আওতাধীন চারটি সেরেস্তা কক্ষের মামলার নথি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউ রোডস্থ আদালতে এ আগুন দেওয়া হয়। আগুনে ৮০ভাগ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় পুলিশ।

Barisal Photo=011
বরিশাল আদালত প্রাঙ্গণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এদিকে আদালতে আগুন দেওয়ার ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনসহ ১৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই মজিবর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বরিশালের জেলা ও দায়রা জজ আনোয়ারুল হক জানান, আগুনের ঘটনায় বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন বিচারককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি আজ থেকে কার্যক্রম শুরু করবে ।

পুলিশের ভাষ্য মতে, বৃহস্পতিবার রাতে আকস্মিক আদালত কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই আগুন আশে পাশে আরও ৩টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই কক্ষের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা।

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সুমন জানান, সন্ধ্যার পর আদালতের কর্মচারীরা কাজ শেষে তালাবদ্ধ করে চলে যান। আগুনের শিখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের এজলাস, বাবুগঞ্জ সেরেস্তা ও বানরীপাড়া সেরেস্তার  তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। আদালতের নাজির সুমন জানান, ওই তিনটি কক্ষে কয়েকশ’ মামলার নথিপত্র রাখা ছিল।  আগুনে আসবাবপত্র ও মামলার বেশির ভাগ নথিপত্র পুড়ে গেছে।

পুলিশ বলছেন এটি নাশকতার আগুন কিনা সে ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বরিশাল ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো. আলউদ্দিন বলছেন, এটি নাশকতার আগুন। তার মতে, পেট্রোল বা গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

আদালতে আগুন দেওয়ার ঘটনায় কোতয়ালী মডেল থানা পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে। এ তালিকায় জামায়াত নেতারাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। মামলার বাদী এসআই মজিবর রহমান জানান, বিরোধীদল বিএনপির চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার রাতে বরিশাল আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আমলী আদালতের টিনশেড ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই ভবনের চারটি কক্ষে থাকা মামলার ৮০ভাগ নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এর আগে বুধবার রাতে বরিশাল নগরীর গোড়া চাদ দাস রোডস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর দুটি সরকারি স্থাপনায় আগুনের ঘটনায় বরিশাল প্রশাসনে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।