ভোলা থেকে আবু সাবিত: ভোলার চরফ্যাশন উপজেলায় ফরাজী মার্কেটে শনিবার বিকেল ৫টার দিকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে সবুজ (২৫) ও আফজাল (৩০) নামের দুই ব্যক্তি আহত হয়েছে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
এ দিকে খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের শান্তনা দিয়েছেন।