বাগেরহাটে তালগাছ থেকে দিনমজুরের লাশ উদ্ধার

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে রবিবার সকালে ইলিয়াস শেখ (৫৫) নামে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি পুটিখালী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারক বিশ্বাস জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মোকতার আলীর ছেলে দিনমজুর ইলিয়াস রসের হাড়ি নামাতে তাল গাছে ওঠে। এ সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছের মাথায়ই মারা যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন পরে তার মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জিয়াউর রহমান বলেন, কর্তৃপক্ষের অজান্তে তালগাছটি বিদ্যুৎ লাইন স্পর্শ করে থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মৃতদেহ নামানো হয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।