কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ভয়কে জয় করে মানুষ এগিয়ে চলছে। দেশের মানুষ এখন আর হরতাল অবরোধ মানে না। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে এখন মার্শাল’ল চলত। দেশের মানুষ শান্তিতে থাকতে পারত না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দল ক্ষমতায় আছে বলেই বিশ্বব্যাংক টাকা না দিলেও দেশের অর্থে পদ্মাসেতুর কাজ শুরু হয়েছে। এই সরকারই পদ্মাসেতুর কাজ শেষ করবে।
শনিবার রাত সাড়ে ৮টায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পর্যটন মোটেল অডিটরিয়ামে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে। এখানকার মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার, কলাপাড়া পৌরসভার মেয়র এসএম রাকিবুল আহসান ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় কলাপাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।