রংপুর থেকে জয়নাল আবেদীন: ভারত সরকারের অনুদানে রংপুর বিভাগের ৮ জেলার মুক্তিযোদ্ধাদের ১৪৫ জন মেধাবি সন্তানকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ সব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত। শনিবার বিকেলে ৫টায় রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন রসিক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফুলু সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফার্ষ্ট সেক্রেটারিসহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে জানানো হয় রংপুর বিভাগে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা থেকে শুরু করে ২৪ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হয়।