রাজনগরে তুচ্ছ কথার জের ধরে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে তুচ্ছ কথার জের ধরে কাঠমিস্ত্রি মতছির মিয়াকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিহত কাঠমিস্ত্রির ময়নাতদন্ত শেষে রোববার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ ভাইকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের মোকামবাজারে গোবিন্দপুর গ্রামের বৃদ্ধ মদরিছ মিয়া বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ছোয়াবালি গ্রামের নুনু মিয়ার ছেলে জুনাব আলীর হাতে টর্চ লাইট দিয়ে নামায পড়তে মসজিদে যান। নামায পড়ে এসে জুনাব আলীকে না পেয়ে তিনি টর্চ ছাড়াই রাতে বাড়ি ফিরেন। জুনাব আলী টর্চ লাইটটি পরে মদরিছ মিয়ার বাড়ি গিয়ে ফিরিয়ে দেন।

এদিকে পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) মদরিছ মিয়া তার টর্চ লাইট খুঁজতে জুনাব আলীর বাড়িতে যান। এ সময় পাশের বাড়ির কাঠমিস্ত্রি মতছির মিয়ার (৩০) কাছে জুনাব আলীর সন্ধান জানতে চান। মতছির মিয়া ওই বৃদ্ধের (মদরিছ আলী) কাছে জুনাব আলী সম্পর্কে ‘বখাটে’ বলে নেতিবাচক মন্তব্য করে। বিষয়টি জানতে পেরে ওই দিনই বিকালে (১২ মার্চ বৃহস্পতিবার) জুনাব আলী (২৫) কাঠমিস্ত্রি মতছির মিয়াকে খুঁজতে বাজারের একটি স’মিলে যায়।

জুনাব আলী (২৫) ও তার ভাই মনছব আলী (২২) কাটমিস্ত্রি মতছির মিয়াকে পথে পেয়ে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় মতছির মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২ টায় তিনি মারা যান। এদিকে স্থানীয় জনতা জুনাব আলী ও মনছব আলীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। এঘটনায় নিহতের ছোট ভাই রিয়াছত আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা করেছেন। নিহত মতছির মিয়ার স্ত্রী ও  ছোট ৫ ছেলে মেয়ে রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজনগর থানার এসআই আবুল হোসেন জানান, ৩ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক দু’জনকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।