শেরপুর থেকে এম. সুরুজ্জামান: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে শেরপুর কারাগারে ৩ বছর কারাভোগ শেষে ভারতীয় নাগরিক সেং মেন এম সাংমাকে (২৫) শনিবার বিকেলে নাকুগাঁও সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই যুবক ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার আমপাতি কলকাতলা গ্রামের জিনাত এস মারাকের ছেলে।
এর আগে সকালে কারাগারে রেড ক্রিসেন্ট সোসাইটি যাতায়াত খরচ বাবদ বিদেশীকে এক হাজার টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে নারী নেত্রী নাসরিন রহমান ও কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, ২০১১ সালের ৩০ ডিসেম্বর শ্রীবরদী উপজেলার বাবলাকোনা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেংমেন গ্রেফতার হন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে ৪ মাসের সাজা দেন। কিন্তু আইনী জটিলতার কারণে সে মুক্তি পায়নি।