শেরপুর থেকে এম. সুরুজ্জামান: সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যাসহ সন্ত্রাসী-জঙ্গি তৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে শেরপুর জেলা জাসদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস গেইটে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, আসাদুজ্জামান লায়ন, টুকন সাহা, ডাঃ মোশারফ হোসেন, আকরাম হোসেন, আরিফুল হক প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা হত্যা-সন্ত্রাসের দায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।