কোটচাঁদপুরে কিশোর অপহরণ, মুক্তিপণ দাবি

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ১২ বছরের এক কিশোরকে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তার পিতা থানায় ডায়েরি করেছে।

কোটচাঁদপুরের ভোমরা ডাঙ্গা গ্রামের মহর আলীর ছেলে মিরাজ (১২) শনিবার রাতে স্থানীয় মাদ্রাসা মাঠের ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরের দিন রবিবার একটি মোবাইল ফোন থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।

কিশোর মিরাজকে হারিয়ে তার পরিবার পাগল প্রায়। তাকে ফিরে পেতে আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে মিরাজের পরিবার।