ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের পর অস্বীকার, দেশব্যাপী ছাত্রদলসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার সকালে শহরের আইএইচ টি ভবনের সামনে থেকে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন ও যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একই স্থানে সমাবেশ করে। যুবনেতা লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপিত প্রভাষক কামাল উদ্দিন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা নাসের হাসান, সোহাগ, মোস্তাক আহম্মেদ, সোহেল, মোজাম্মেল প্রমুখ।