কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নম্রতা মুন।

সে কলাপাড়ার চাকুরীজীবি উত্তম দে ও গৃহিনী অর্চনা দে’র একমাত্র মেয়ে এবং দৈনিক সকালের খবর কলাপাড়া সংবাদদাতা মিলন কর্মকার রাজু’র ভাগনী। মুন ভবিষতে ডাক্তার হতে চায়। সে সকলের আশীর্বাদ কামনা করছে।