দিনাজপুর থেকে রতন সিং: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে জেলায় ৪টি অটো, ১টি মোটরসাইকেল ও ১টি কাভার্ড ভ্যান ভাংচুর করা হয়েছে। নাশকতা ও যানবাহন ভাংচুরের অভিযোগে ৩ জন জামায়াত-বিএনপির ক্যাডারসহ অন্যান্য অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, রোববার বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জে একটি খাদ্যবাহী কাভার্ড ভ্যান ভাংচুর কওে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানের চালক রশিদুল (৩৮), হেলপার শাহানুর (২৫) আহত হয়। তাদের কেএইচ মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার দুুপুর ২টায় একই রাস্তার চিরিরবন্দর উপজেলার উচিতপুরে ৪টি অটো আটক করে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোগুলো ভাংচুর করে জামায়াত-শিবিরের ক্যাডারেরা। একই সময়ে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দরের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ২ জন মোটরসাইকেল আরোহীকে মারপিট করে তাদের ১০০ সিসি বাজাজ মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবিরের ক্যাডারেরা পালিয়ে যায়।
অপরদিকে শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলায় ৩ জামায়াত-বিএনপির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আরো ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।