নেত্রকোনা সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

নেত্রকেনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে সোমবার সকালে এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় নেত্রকোনার সিভিল সার্জন সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও হাসপাতার সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া তেলীগাতী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সাথী রোববার সন্ধ্যায় সদর হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সোমবার সকালে হাসপাতালের ১১৫ লেবার ওয়ার্ড থেকে কালো বোরকা পড়া এক নারী নবজাতককে নিয়ে পালিয়ে যায়।

নবজাতকের মা সাথী জানান, সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের একজন নার্স  ও আয়া ওয়ার্ডে ঢুকে ডাক্তার আসবে বলে সাথীর স্বজনদের বের করে দেয়। এ সময়  সাথীর পাশের একটি শয্যায় কালো বোরকাপড়া এক নারী নবজাতককে বাইরে তার নানীর কাছে নিয়ে যাবে বলে মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: নীলোৎপল তালুকদার জানান, নবজাতক চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) খান হুমায়ুন কবীর জানান, ঘটনার তদন্ত চলছে। নবজাতক উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।