প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাফিসা

ভোলা থেকে আবু সাবিত: ভোলা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১৪ সালে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাফিসা নাওয়াল সানি। সানি জানায় তার এই সাফল্যের পেছনে গৃহিনী মা জোবায়দা নাহার অভি, বাবা সমবায় কর্মকর্তা মো: নাসির উদ্দিন এবং স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে।

CIMG0569

সে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লেখা পড়া করেছে। বড় হয়ে নাফিসা সানি একজন ব্যারিস্টার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।