শেরপুর থেকে রেজাউল করিম বকুল: ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেরপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।