বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: অভিযানের নামে ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে চাঁদাবাজির প্রতিবাদ করায় সিটি কর্পোরেশনের কর্মচারিরা অটোরিক্সা শ্রমিদের দুই নেতাকে সোমবার দুপুরে পিটিয়ে আহত করেছে। এনিয়ে অটোরিক্সা শ্রমিকদের সাথে বিসিসি কর্মচারিদের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, সিটি কর্পোরেশন থেকে ২৬’শ ১০টি ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্স দেওয়া হয়েছে। তবে নগরীতে লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করায় তারা সোমবার সকাল থেকে অভিযানে নামেন। তারই ধারাবাহিকতায় সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি কপোরেশনর কর্মচারিরা ৩৫টি অটোরিক্সা আটক করেন।
দুপুরে অটো শ্রমিক কল্যাণ সমিতির নেতারা সিটি কর্পোরেশনের গার্ডদের বাঁধা উপেক্ষা করে তাদের মারধর করে আটক করা অটোরিক্সা জোর করে নিয়ে যায়। সিটি কর্পোরেশনের গার্ডদের হামলায় আহত অটো শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা মাসুদ সিকদার ও ক্যাশিয়ার মো. সবুজ বলেন, তাদের ওপর সিটি কর্পোরেশনের গার্ডসহ অন্য কর্মচারিরা অতর্কিত ভাবে আক্রমণ চালিয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপূর্বে উভয়গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।